ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, মার্চ ২৩, ২০১২

নাটোর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তর করা হচ্ছে।
 
শনিবার বিকেল ৪টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার স্টেডিয়ামের সম্প্রসারণ ও আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।



গত বছরের ১২ ডিসেম্বর স্থানীয় কানাখালি মাঠে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  প্রয়াত হানিফ আলী শেখের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধামন্ত্রী শেখ হাসিনা নাটোর স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা দিয়েছিলেন।

নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ১৯৯৯ সালের ১২ জুন সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর স্টেডিয়ামের নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

পরে ২০০৬ সালের মে মাসে  তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাটোর -১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ফজলুর রহমান পটল নিজ নির্বাচনী এলাকা লালপুরে নাটোর জেলা স্টেডিয়াম নির্মাণ করেন।

এদিকে খেলাধুলার মানোন্নয়নসহ আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠানের লক্ষ্যে নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে ১১ ধাপের গ্যালারি নির্মাণ করা হচ্ছে। দর্শকদের জন্য স্টেডিয়ামে ভেতরে ঢোকার জন্য কয়েকটি গেটসহ গ্যালারির বাইরে দিয়ে চওড়া রাস্তা নির্মাণ করা হচ্ছে। এছাড়া মাঠের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা এবং গ্রিল ফেন্সিং করা হচ্ছে।
 
নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বাংলানিউজকে জানান, এ প্রকল্পে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ৮ কোটি ৭৭ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।

স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হলে গ্যালারিতে বসে একসঙ্গে ২০ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

প্রতিবেদন: স্বপন দাস
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ