কুষ্টিয়া: দেড় মাস পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ নামে দুই মেধাবী ছাত্রের।
তাদের ফিরিয়ে আনার দাবিতে বুধবার সকাল ১১টা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিখোঁজ দুই মেধাবী ছাত্রের অবিলম্বে উদ্ধারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট চলে দুপুর দেড়টা পর্যন্ত। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলীর নের্তৃত্বে সব বিভাগের শিক্ষকরা ওই অবস্থান ধর্মঘটে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, বর্তমান সম্পাদক প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম, শিক্ষক নেতা প্রফেসর ড. আব্দুল লতিফ, প্রফেসর ড. মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য,শিক্ষক সমিতির দাবি গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে বাসযোগে ক্যাম্পাসে ফেরার পথে সাভারের নবীনগরে র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে কিছুলোক বিশ্বাবিদ্যালয়ের মেধাবী ছাত্র মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে অপহরণ করে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২