ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা শাহেদ চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, মার্চ ১৭, ২০১৯
চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা শাহেদ চৌধুরী শাহেদ চৌধুরী

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা শাহেদ চৌধুরী। রোববার (১৭ মার্চ) বিকেল ৫টায় হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বলেন, আগে থেকেই তার হার্টে সমস্যা ছিলো। শনিবার (১৬ মার্চ) রাতে আমরা একসঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি।

এক পর্যায়ে ভালো লাগছে না বলে দ্রুত বাসায় চলে যান তিনি। আজ চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। তার বয়স হয়েছিলো ৫২ বছর। তার সংসারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

শাহেদ চৌধুরী বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘আড়াল’, ‘টেনশন’, ‘হাইরিক্স’, ‘খল নায়িকা’, টাফ অপারেশন’।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ