ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

‘প্রথম আলো, ডেইলি স্টার আমি পড়ি না’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
‘প্রথম আলো, ডেইলি স্টার আমি পড়ি না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদ ভবন থেকে: ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং বাংলা দৈনিক প্রথম আলো পড়েন না বলে জানিয়েছেন সংসদ নেতা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দু’টি পত্রিকা ২০ বছর ধরে আমার বিরুদ্ধে লিখে আসছে।

আমি জেল থেকে বের হওয়ার পর থেকে প্রথম আলো, ডেইলি স্টার পড়ি না। আমি জানি, এই দু’টি পত্রিকা আমাকে খোঁচা দিয়ে কিছু লিখবে। আর সেই খোঁচা খেয়ে আমি হোঁচট খাবো। তাই আমি সরকার প্রধান হওয়ার পর এই পত্রিকা দু’টি পড়ি না।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্য ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রপতির ভাষণকে সমর্থন করেন।
 
টক-শো’র বিষয় অবতারণা করে প্রধানমন্ত্রী বলেন, টক-মিষ্টি-ঝাল কথা, সেগুলো আসলে টকই হয়ে যায়। প্রতিনিয়তই আমাদের সমালোচনা করা হচ্ছে। আবার বলে, আমরা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছি। আমরা তো স্বাধীন গণমাধ্যমকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করি না।
 
প্রধানমন্ত্রী বলেন, অতীতে রেডিও-টেলিভিশন বেসরকারি খাতে ছিল না। আমরা কিন্তু সেটা করিয়েছি। কেননা সেখানে ছেলে-মেয়েদের কর্মসংস্থান হচ্ছে।

তিনি বলেন, মিডিয়ার জন্য যত বেশি সুযোগ দিয়েছি, আমি তত বেশি ভিকটিম হয়েছি। দু’টি পত্রিকা আমার বিরুদ্ধে ২০ বছর ধরে লিখে আসছে। আমি জেল থেকে বের হওয়ার পর থেকে এই দু’টি পত্রিকা আর পড়ি না।

ডেইলি স্টার ও প্রথম আলোর নামের ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, একটা হলো, ডেইলি স্টার- প্রতিদিনের তারা, আর একটা হলো প্রথম আলো- তার মানে হলো আলো ফুটে বের হয়। কিন্তু তাদের কাজ হলো অন্ধকারে। এই দু’টি পত্রিকা আমি পড়ি না।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসকে/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ