ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অভিনয়ে ডিজে সনিকা

কামরুজ্জামান মিলু,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, জানুয়ারি ২৮, ২০১৫
অভিনয়ে ডিজে সনিকা সনিকা / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ডিজে সনিকা সম্প্রতি একটি মিউজিক ভিডিও এর মডেল হয়েছেন। এবার তিনি নাম লেখালেন টিভি নাটকে।

এখন তার হাতে রয়েছে দুটি নাটক। নাটকগুলো হলো ‘লাস্ট সিকুয়েন্স’ ও ‘ত্রিপল এফ’।

‘লাস্ট সিকুয়েন্স’ লিখেছেন রুদ্র মাহফুজ এবং পরিচালনা করেছেন বি ইউ শুভ। আর ‘ত্রিফল এফ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

নাটকগুলো নিয়ে ডিজে সনিকা বাংলানিউজকে বলেন, ‘অভিনয় বেশ উপভোগ করছি। এর আগে একটি নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু এবার পুরো নাটকের গল্পে থাকছি। ‘লাস্ট সিকুয়েন্স’ নাটকে আমাকে একজন ডিবি অফিসার এবং ‘ত্রিপল এফ’ নাটকে ডিজে রুপে দেখবেন দর্শকরা। ’

‘লাস্ট সিকুয়েন্স’ নাটকে তানভির, তানহা, ইরফান সাজ্জাদ, তিথি কবির এবং ‘ত্রিফল এফ’ নাটকে ডিজে সনিকার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন পিয়া, শ্রেয়া প্রমূখ। জানা যায়, খুব শিগগিরই যে কোনো টিভিতে এ নাটক দুটোর প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ