গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মদসহ বিএনপির ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট আ ব ম নাহিদুজ্জামান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ৫ জানুয়ারি নিবার্চনে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাখাল বুরুজ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কেন্দ্রে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহম্মদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মী অস্থায়ী জামিনে ছিলেন।
বিকেলে নেতাকর্মীরা গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পৌরশহরে মিছিল বের করে দলের নেতাকর্মীরা।
৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দগঞ্জে বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগে বিএনপি-জামায়াতের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৪৯টি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪