ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মাদারীপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
মাদারীপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি- এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে চার দিনব্যাপী আয়কর মেলা ২০১৪ শুরু হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল-৭ ঢাকার উদ্যোগে মঙ্গলবার সকালে এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।



মাদারীপুর আয়কর অফিসের অতিরিক্ত-সহ কর কমিশনার মোহা. আজিজুল হকের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল-৭ এর ঢাকার অতিরিক্ত কর কমিশনার মো. হেলাল উদিন সিকদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, সাংবাদিক গোলাম মাওলা আকন্দ ও শাজাহান খান।

জনগণকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর প্রদান সেবার স্টল গুলি পরিদর্শন করেন।

সভায় বক্তারা বলেন, জনগণকে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে করদারতারা খুব সহজে ও নির্বিঘ্নে আয়কর দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ