ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

বিচারপতির পদমর্যাদায় ফরাসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, ফেব্রুয়ারি ২০, ২০১৪
বিচারপতির পদমর্যাদায় ফরাসউদ্দিন

ঢাকা: বেতন ও চাকরি কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিনকেসহ চার সদস্যের পূর্ণকালীন চার সদস্যের পদমর‌্যাদা নির্ধারণ করেছে সরকার।
 
একইসঙ্গে তাদেরকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত বছরের ২৪ নভেম্বর ১৬ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করা হয়।

জনপ্রশাসন আদেশে ফরাসউদ্দিনকে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্াদায় বেতন ও চাকরি কমিশনের সভাপতি (পূর্ণকালীন) হিসাবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
 
এছাড়া এই কমিশনের পূর্ণকালীন তিন সদস্য সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. সাহাদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব খুরশীদ আলম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব মুহম্মদ আবুল কাশেমকে ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

তারা সচিব পদমর্াদায় নিয়োগ পেয়েছেন।

কমিশনের সভাপতিসহ তিন সদস্যের নিয়োগ ভূতাপেক্ষভাবে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ