ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে গেজেট প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে গেজেট প্রকাশ

ঢাকা: মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ছূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।   সরকারি চাকরিতে কর্মরত নারীরা এখন থেকে এ ছুটি ভোগ করবেন।

আগে তাঁরা ছুটি পেতেন চার মাস।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অণুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেছেন অতিরিক্ত সচিব ইমদাদুল হক।

প্রজ্ঞাপনটির  আজ জারি করা হলেও এটি ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারি চাকরিতে নিয়োজিত এক নারী তাঁর চাকরি জীবনে এ সুযোগ সর্বোচ্চ দু’বার পাবেন।

সরকারি চাকরি বিধি (পার্ট-১) ১৯৭ ধারার উপধারা ১ সংশোধন করে এ বিধান করা হয়েছে।   তবে  বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাতৃকালীন ছুটি ৬মাস করার বিষয়টিতে গত ৭ ডিসেম্বর অর্থ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ