ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাবির ‘বিজয় একাত্তর’ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, নভেম্বর ১৪, ২০১৩
ঢাবির ‘বিজয় একাত্তর’ উদ্বোধন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনির্মিত আবাসিক হল ‘বিজয় একাত্তর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী নবনির্মিত এ হলের ফলক উন্মোচন করেন।



বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল এবং  মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মাঝখানে অবস্থিত ১১ তলা বিশিষ্ট এ হল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্ববৃহৎ। এ হলে প্রায় এক হাজার ছাত্রের আবাসন ব্যবস্থা রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে হলটি শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

নতুন এ হল উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তরুণ শিক্ষকদের আবাসনের জন্য নির্মিত শহীদ আবুল খায়ের ভবন, এমবিএ ভবন (ইস্টার্ন উইং), চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য নির্মিত আবাসিক ভবনের ফলক উন্মোচন করেন।

এসব স্থাপনা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
এমএএ/এসএটি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ