ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিনেমা প্যালেস বন্ধের নির্দেশ দিল চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
সিনেমা প্যালেস বন্ধের নির্দেশ দিল চসিক ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘সিনেমা প্যালেস’ এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। এক সপ্তাহ পর ঝুঁকিপূর্ণ এ হলটি ভেঙ্গে ফেলা হবে বলে সংশ্লিষ্টদের জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।



মঙ্গলবার ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে নগরীর লালদিঘীর পাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমিন এ অভিযানে নেতৃত্ব দেন।  

অভিযানে লালদিঘীর পাড় এলাকায় সিনেমা প্যালেসসহ মোট তিনটি পুরনো ঝুঁকিপূর্ণ ভবনকে এক সপ্তাহের মধ্যে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শারমিন বাংলানিউজকে বলেন, ‘সিনেমা প্যালেসহ তিনটি ভবন সিডিএ’র ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। ভবনগুলোতে যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, সেগুলোর কার্যক্রম গুটিয়ে নিতে এক সপ্তাহ সময় দিয়েছি। এক সপ্তাহ পর সেগুলো ভেঙ্গে ফেলা হবে। ’

সরেজমিনে দেখা গেছে, সিনেমা প্যালেস ছাড়া বাকি ভবনগুলোতে ফার্মেসী, ডেন্টাল সার্জনের চেম্বার, ঘড়ির দোকান, ছবি বাঁধাইয়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে।

এদিকে লালদিঘীর পর ভ্রাম্যমাণ আদালত নগরীর পশ্চিম বাকলিয়া এলাকায় ডিসি রোডে অভিযান চালায়। সেখানে পাঁচতলা দু’টি ভবন একটি আরেকটির উপর হেলে পড়ার প্রমাণ পেয়ে সেগুলো ভেঙ্গে ফেলার নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪২৪ঘণ্টা, সেপ্টেম্বর ১০,২০১৩
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ