ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন কবি রণজিৎ দাশ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ২৪, ২০১৩
রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন কবি রণজিৎ দাশ

কলকাতা: বাংলা ভাষা জগতের অন্যতম সেরা সম্মান ‘রবীন্দ্র পুরস্কার-২০১৩’ পাচ্ছেন কবি রণজিৎ দাশ।

কলকাতার একটি প্রকাশনা সংস্থা থেকে সদ্য প্রকাশিত হয়েছে ‘রণজিৎ দাশের শ্রেষ্ঠ কবিতা’।

এই বইয়ের সৌজন্যেই এ বছর রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন তিনি।

বর্তমানে তিনি কলকাতায় থাকলেও আদি বাড়ি আসামের শিলচরে। স্বভাবতই তার পুরস্কারের খবরে আসামের বাঙালি সমাজ স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।

রবীন্দ্র পুরস্কার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ মে কাজী নজরুল ইসলামের জন্মদিনে কলকাতার নজরুল মঞ্চে কবিকে পুরস্কার প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “কবিকে ইতোমধ্যেই পুরস্কারের বিষয়ে জানানো হয়েছে। ”

এদিন রণজিত দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি আমার লেখক জীবনের এক অতুলনীয় সম্মান। ”

কবি রণজিৎ দাশ সত্তর দশকের অন্যতম প্রধান একজন কবি। জন্ম ১৯৪৯ সালে, আসামের শিলচর শহরে। শৈশব-কৈশোর কেটেছে সেখানেই। ১৯৭১ সাল থেকে কলকাতাবাসী। পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। পেশায় ছিলেন সরকারি আমলা। কিছুদিন আগে চাকরিজীবনের অবসান ঘটেছে। এখন ফুলটাইম কবি।

বাংলা কবিতায় রণজিৎ দাশের সংযোজন বেশ মজবুতই বলা চলে। তিনি বেশিরভাগ কবিতায় গল্পচ্ছলে জীবনের অমোঘ জিজ্ঞাসাগুলোকে উন্মোচিত করেন, যেখানে শব্দ ও বাক্যবন্ধ খুবই সহজ মনে হবে, কিন্তু বিষয় ও ভাবের দিক থেকে এগুলো অনেক উচ্চমার্গীয়, দার্শনিক বোধসম্পন্ন। তার বেশ অনেকগুলো কাব্যগ্রন্থ ও গদ্যগ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ২৪ মে, ২০১৩
ভিএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ

welcome-ad