ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন ইহসানুল করিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, মে ২১, ২০১৩
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন ইহসানুল করিম

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম হেলালকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।



এতে বলা হয়- ‘অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে’ আগামী এক বছরের জন্য ইহসানুল করিমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হল।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পরে আবদুল হামিদ ২২ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সাংবাদিক ইহসানুল করিম রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ’র প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইহসানুল করিম গত ১২ ফেব্রুয়ারি বাসস’র ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অবসর নেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাসস’র দিল্লি ব্যুরো প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সংবাদ সংস্থা পিটিআই এবং বিবিসিতে কাজ করেছেন।

ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ২১, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ