ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

দলিল লেখক সমিতির সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জানুয়ারি ২৬, ২০১৩

ঢাকা: বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি ও স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর একটি হোটেল এ সভা অনুষ্ঠিত হয়।



কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় মহাসচিব সাদেকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই, খোরশেদ আলম বাবুল, আবু তালেব, যুগ্ম মহাসচিব ফরিদুর রহমান, এম ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক আলহাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আলহাজ নাছির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক প্রমুখ।

সভায় বক্তারা জানান, দলিল লেখক পেশা রেখে ভূমি আধুনিকায়ন করলে আমরা বাধা দেব না। সরকার যদি আমাদের বাধা দিয়ে ভূমি আধুনিকায়নের চিন্তা করে, তাহলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

Ÿক্তারা আরও জানান, সরকার আমাদের নায্য দাবি মেনে নেবে বলে   কথা দিয়ে আন্দোলন দমিয়ে রেখেছেন। কিন্তু দাবি মেনে নেয়নি।   কথায় আমরা আর বিশ্বাস করবো না। লিখিতভাবে আমাদের সব দাবি মেনে নিতে হবে।

সম্মানী ভাতার বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহম্মদের দেওয়া ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তা শিগগিরই বাস্তবায়নের জোর দাবি জানান।

শনিবার বিকেলে দলিল লেখক সমিতির মহাসচিব মো. সাদেকুর রহমান স্বাক্ষরিত  প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ