ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাবনার বনওয়ারীনগর সিবি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জানুয়ারি ১৩, ২০১৩
পাবনার বনওয়ারীনগর সিবি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

পাবনা: ‘ফেরা বা না ফেরার তাড়া নেই কোনো, ভেবে নিও সেই আমি আছি এখনও’-এই শ্লোগান নিয়ে আর নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার শুরু হয়েছে দু’দিনব্যাপী পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সিবি (করোনেশন বনমালী) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব।

স্কুল প্রাঙ্গণে প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় উৎসব পরিণত হয় মিলনমেলায়।



শনিবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা বিস্তারে এ সরকার যেভাবে কাজ করছে তা নজিরবিহীন। সমাজ ও দেশ গড়ায় সরকারের অবস্থান প্রশংসনীয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান মাজেদের সভাপতিত্বে শতবর্ষ পূর্তি উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোকবুল হোসেন, শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আলী, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ডিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম হোসেন গোলাপ, উপজেলা বিএনপি সভাপতি মো. জহুরুল ইসলাম খান।
 
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমুলক বক্তব্য দেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মেহবুবুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জহুরুল ইসলাম, মেজর তাজুল ইসলাম প্রমুখ।

এর আগে অনুষ্ঠান শুরুতে বিদ্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং থিমসং পরিবেশন করা হয়।

উৎসবে বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা অনেকদিন পর একসঙ্গে মিলিত হওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

উৎসবের দ্বিতীয়দিন রোববার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ