ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

অবসরে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার টিটু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, অক্টোবর ১২, ২০১২

ঢাকা: অবসরে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ হোসেন টিটু। শনিবার আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ী জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি।

জাতীয় দলের হয়ে ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন টিটু। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন। ২০০৫ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত এসএ গেমসে দলকে নেতৃত্ব দেন তিনি।  

বিকেএসপির সাবেক ছাত্র হিসেবে টিটুর খেলোয়াড়ী জীবনের সূচনা হয় ১৯৯১ সালে। ক্রমেই জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরেন। অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে একে একে ১৯, ২০, ২৩ বিভিন্ন বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলে সুযোগ পান। খেলোয়াড়ী জীবনে টিটু আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ও মুক্তিযোদ্ধার মতো দেশসেরা দলগুলোর হয়ে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে খেলেছেন।

অবসরে যাওয়ার বিষয়ে টিটু বলেন, ‘অনেক দিন ধরেই ফুটবল খেললাম। এখন ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে। তবে ভবিষ্যতে কোচিংয়ের মাধ্যমে আবার ফুটবলে ফিরতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ