ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

কিরণ চন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের নতুন অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
কিরণ চন্দ্র রায় এবং চন্দনা মজুমদারের নতুন অ্যালবাম

বিজয় সরকারের গান নিয়ে কিরণ চন্দ্র রায়ের গাওয়া ‘নকশি কাঁথার মাঠে’ এবং চন্দনা মজুমদারের কণ্ঠে লালন গীতি ‘তোমার অপার নীলে’ নামে দু’টি লোকগানের অ্যালবাম প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে সিডি দু’টির মোড়ক উন্মোচন করেন অ্যাডভোকেট সুলতানা কামাল।

দু’টি অ্যালবামের যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেন দূর্বাদল চট্টোপাধ্যায়।

‘নকশী কাঁথার মাঠ’ অ্যালবামটি ১০টি গান দিয়ে সাজানো হয়েছে। এর মধ্যে আছে `পরবাসী হইয়া রে’, `আর কি ফিরে পাব’, `পোষা পাখি উড়ে যাবে’, `দু’দিনের দুনিয়ায়’, `এই পৃথিবী যেমন আছে’, `আমি জানিতে চাই দয়াল তোমার’, `নকশী কাঁথার মাঠে’, `নিজে গেয়ে নিজেই শুনিস’, `ভাব না জেনে পিরীত’ এবং `জীবন ভরে ধরে গেলি’।

‘তোমার অপার নীলে’ অ্যালবামের গানের তালিকায় স্থান পেয়েছে, `মুখে বল রে সদাই’, `আমার যে পথে’, `ও সে বাজিয়ে বাঁশি’, `মানুষ ছাড়া ক্ষ্যাপা’, `না বুঝে মজো না পীরিতে’, `কে বুঝে তোমার অপার নীলে’, `কে বানাইল রংমহল’, `জাত গেল জাত গেল’, `এ সব দেখি কানার হাট বাজার’ এবং `ভব যন্ত্রণা আমার’।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ