ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাবার অবস্থা সংকটাপন্ন: সাঈদীর ছেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, জুন ১৬, ২০১২
বাবার অবস্থা সংকটাপন্ন: সাঈদীর ছেলে

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবস্থা সংকটাপন্ন।

শনিবার সকালে দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাকে তার অবস্থার অবনতি হয়।

এর আগে পুত্র রাফিক বিন সাঈদীর মৃত্যুর দিন তার হার্ট অ্যাটাক হয়।

তাকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে মাসুদ বিন সাঈদী।

এর আগে বড় ছেলের জানাজা শেষে কারাগারে যাওয়ার পথে অসুস্থ হলে তাকে বারডেমে ভর্তি করা হয়।

শনিবার সকালে বারডেমে তার শাররিক অবস্থার আরও অবনতি হয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে সকাল ৯টা ৪৫ মিনিটে বারডেমে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

আলোচনা শেষে চিকিৎসরা জানান, দেলাওয়ার হোসাইন সাঈদীর হার্টের সমস্যা দেখা দিয়েছে। তার দ্রুত এনজিওগ্রাম করা প্রয়োজন।

কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর মাকসুমুল হকসহ মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল রেজাউল করিম, প্রফেসর এম এ রশিদ, প্রফেসর মাহবুবুল হাসান ও ডা. ফিরোজ আমিন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ১৬, ২০১২
জেপি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ