ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

কর্মসংস্থান তৈরিতে কাজ করছে ‘সম্ভব’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
কর্মসংস্থান তৈরিতে কাজ করছে ‘সম্ভব’

ঢাকা: বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী, দেশে প্রতিবছর গড়ে প্রায় ২০ লাখের বেশি নতুন চাকরিপ্রার্থী শ্রমবাজারে প্রবেশ করেন।

এই চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

তারই ধারাবাহিকতায় চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তির দ্বার উন্মোচন করতে কাজ  করছে ‘সম্ভব’ অ্যাপ।

সম্ভব একটি সামাজিক স্টার্ট-আপ, যা স্বয়ংক্রিয় ম্যাচ মেকিং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মাঝে একটি সংযুক্ত স্থাপন করে দেয়।

সম্ভব বাংলাদেশে বড় পরিসরে চাকরির সুযোগ সৃষ্টি ও পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের পূর্বশর্ত নিজেদেরকে শ্রমবাজারের জন্য সঠিকভাবে প্রস্তুত করা। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে চাকরির তথ্য দেওয়ার পাশাপাশি ধারাবাহিকভাবে বিনামূল্যে বিভিন্ন আত্মউন্নয়নমূলক প্রশিক্ষণ দিচ্ছে সম্ভব।

সম্ভব (shomvob.co) অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা যোগ্যতা ও পছন্দ অনুযায়ী উপযুক্ত কাজগুলো খোঁজা শুরু করতে পারবেন, যা তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে।


গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।