ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্যারিয়ার

পূবালী ব্যাংকে ৭০০ কর্মকর্তা নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
পূবালী ব্যাংকে ৭০০ কর্মকর্তা নিয়োগ

পূবালী ব্যাংক লিমিটেড দুই পদে ৭০০ জনকে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করেছে। এর মধ্যে প্রবেশনারি জুনিয়র অফিসার পদে ২০০ জন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা:
প্রবেশনারি জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সমমানের গ্রেড থাকতে হবে।

কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
প্রবেশনারি জুনিয়র অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদের নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন-ভাতা:
প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রথম এক বছর প্রবেশনারি অবস্থায় মাসিক ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ট্রেইনি অবস্থায় প্রথম এক বছর মাসিক মাসিক ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে পদগুলোতে পদোন্নতি এবং সে অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম:
প্রার্থীরা অনলাইনে https://www.pubalibangla.com/career.asp ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।