ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্যারিয়ার

সিনিয়র স্টাফ নার্স পদে ৫১০০ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
সিনিয়র স্টাফ নার্স পদে ৫১০০ জন নিয়োগ

সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মেধা ও বিদ্যামান কোটা পদ্ধতির ভিত্তিতে দশম গ্রেডে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতবছরের আগস্টে চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ছয়শ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।

চলতি বছর ৯ ফেব্রুয়ারি নেয়া হয় ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে পাঁচ হাজার একশ জনকে নির্বাচিত করা হয়েছে।

এদিকে, তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ২৮ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে। স্থগিতকৃত রোলধারী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে কমিশনের গঠিত কমিটির কাছে প্রয়োজনীয় সনদ, তথ্য, ডকুমেন্টস উপস্থাপন করতে হবে।

সুপারিশকৃতদের তালিকা দেখুন:

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।