bangla news

পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৯-১৯ ৭:১০:১৬ এএম

পরিকল্পনা বিভাগের তৃতীয় শ্রেণির শূন্য পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায়...

পরিকল্পনা বিভাগের তৃতীয় শ্রেণির শূন্য পদে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এবং টেলিফোন অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নেয়া হবে ঢাকার আগারগাঁওস্থ শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। যেসব প্রার্থী পরীক্ষার প্রবেশপত্র পাননি তারা ২১ সেপ্টেম্বরের মধ্যে পাসপোর্ট সাইজের ৩ কপি ছবিসহ 'সেবাস্টিন রেমা, উপসচিব, প্রশাসন অধিশাখা-৩, পরিকল্পনা বিভাগ, ব্লক-৯, কক্ষ নং-২০' এ যোগাযোগ করতে হবে।

মনোনীত প্রার্থীদের তালিকা এবং অন্যান্য তথ্য জানা যাবে plandiv.gov.bd ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি-

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-09-19 07:10:16