ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় উপন্যাস ‘পালপুত্রের অন্তর্ধান’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বইমেলায় উপন্যাস ‘পালপুত্রের অন্তর্ধান’  ‘পালপুত্রের অন্তর্ধান’ উপন্যাসের প্রচ্ছদ

অমর একুশে গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে টুটুল রহমানের সুখ-দুঃখের উপন্যাস ‘পালপুত্রের অন্তর্ধান’।

বইটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রব এষ।

গ্রন্থমেলার ৪৫২-৪৫৩ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। এর মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

বইটি সম্পর্কে লেখক টুটুল রহমান বাংলানিউজকে বলেন, এটি আমার তৃতীয় উপন্যাস। নয় বছর পরে এটি গ্রন্থমেলায় এসেছে। বইটি ভিন্নধর্মী হিসেবে পাঠকদের চাহিদা থাকবে বলে আশা করি।

লেখক টুটুল রহমান আদ-দ্বীন ফাউন্ডেশনের মিডিয়া কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।