ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বইমেলা

আনিস আলমগীরের বইয়ের মোড়ক উন্মোচনে ঢাবি উপাচার্য

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আনিস আলমগীরের বইয়ের মোড়ক উন্মোচনে ঢাবি উপাচার্য ছবি: জি এম মুজিব‍ুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: সাংবাদিক আনিস আলমগীরের লেখা রাজনীতি বিষয়ক প্রবন্ধের বই ‘ট্রাজেডি অব আরব স্প্রিং’র মোড়ক উন্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল্য ধরা হয়েছে ৩শ টাকা।

এসময় আরেফিন সিদ্দিক জানান, আরব বসন্তের প্রভাব সারাবিশ্বের রাজনীতিতে পড়েছে। এই বসন্তকে ইতিবাচক ও গণতান্ত্রিক মনে করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। উল্টো প্রভাব বিস্তার করেছে জঙ্গিবাদ ও আইএস সংগঠন।

ট্রাজেডি অব আরব স্প্রিং পড়ে এসব বিষয়ে বিস্তর জানা যাবে বলে মত দেন ঢাবি উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আইএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।