ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বইমেলা

ছবিতে ষষ্ঠ দিন

শিশু-বুড়োর সমাগমে জমলো মেলা প্রাঙ্গণ

ছবি: আনোয়ার হোসেন রানা, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, ফেব্রুয়ারি ৭, ২০১৬
শিশু-বুড়োর সমাগমে জমলো মেলা প্রাঙ্গণ ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: জমে উঠছে প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। শুক্র ও শনিবারই (০৫ ও ০৬ ফেব্রুয়ারি) যার প্রমাণ।

মেলায় লোকসমাগমের সঙ্গে সমানতালে বাড়ছে বই বিক্রিও। যা আশাবাদী করে তুলেছে প্রকাশকদের।


শনিবার (০৬ ফেব্রুয়ারি) ছিল মেলার দ্বিতীয় শিশুপ্রহর। পরে বিকেলটা উন্মুক্ত ছিল বড়দের জন্য। দুই প্রহরেই ভিড় ছিল সমান তালে। যার রেশ বয়ে চলে রাত অবধি।


ঘুরে ঘুরে বই দেখা। ফাঁক পেলে অল্প পড়ে বোঝার চেষ্টা বইটি কেমন।



বড় কিংবা শিশু, হাতে পছন্দের বই উঠলে স্টলই যেন হয়ে ওঠে ‘রিডিং রুম’!

নতুন বইয়ের বায়নাও কম ছিল না সকালে শিশুপ্রহরে।

প্রাণের মেলায় সিসিমপুরের হালুম, টুকটুকি ও ইকরিকে পেয়ে কী যে আনন্দ সোনামণিদের!

সন্ধ্যায় বাংলা একাডেমিতে মেলার মূলমঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত গান আগতদের বাড়তি পাওনা হিসেবে ধরা দেয়। নতুন বইয়ের গন্ধে ও গানের সুরে ছুটির দিন ভালোই কাটালেন আগত বইপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আইএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।