ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বইমেলা

ভাষা নিয়ে যত বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ভাষা নিয়ে যত বই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: ভাষার মাসকে কেন্দ্র করেই বইমেলা। একুশের গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে ভাষা ও ভাষা আন্দোলনের বিভিন্ন বই।



বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি যাদের আগ্রহ তারা কিনে নিতে পারেন এসব বই। সাঁকোবাড়ি প্রকাশন থেকে এসেছে খায়রুল বাসারের ‘বাংলা সনের জন্মকথা’, ইউপিল থেকে এসেছে আতাউর রহমান সম্পাদিত ‘ভাষা আন্দোলনের আর্থ সামাজিক পটভূমি’, মুহম্মদ হাবিবুর রহমানের ‘প্রথমে মাতৃভাষা পরভাষা পরে’, ‘বাংলা ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন’, চয়ন প্রকাশন বের করেছে মো: জিল্লুর রহমান ও লিলি হকের সম্পাদনায় ‘ভাষা আন্দোলনের কবিতা ও ছড়া’, খান ব্রাদার্স থেকে এসেছে মাহবুবুল আলমের ‘বাংলা ভাষার ইতিহাস’, ‘বাংলাদেশের সাহিত্য’, ‘বাংলা বানান ও ভাষারীতি’, ‘বাংলা ভাষার ব্যাকরণ’, ‘সাহিত্যতত্ত্ব’, ‘বাংলা সাহিত্যের নানাদিক’, ‘বাংলা সাহিত্যঃ কিশোর উপন্যাস’, ‘বাংলা সাহিত্যের ইতিহাস’, ‘বাংলা ভাষার ইতিহাস’,  ‘বাংলাদেশের সাহিত্য’, আহমদ ছফার ‘বাংলা ভাষাঃ রাজনীতির আলোকে’, সৌরভ সিকদারের কথাসাহিত্যের ‘শিল্পরূপ ও ভাষাশৈলী’, বিশ্বসাহিত্য ভবন থেকে এসেছে মমতাজউদদীন আহমদ এর ‘একুশ আমার বাংলা আমার’, সাম্প্রতিক বাংলার বিবিদ যন্ত্রণা এবং ড. মোহাম্মদ হাননান এর ‘বাংলা সাহিত্য মতাদর্শগত বিরোধ ও শ্রেণীদ্বন্দ্ব’, ড. আরজুমন্দ আরা বানুর ‘বাংলা সাহিত্য ইতিহাসের নানা প্রসঙ্গ’, ড. সফিউদ্দিন আহমদ এর ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা সাহিত্য’ ও ‘শিক্ষা চিন্তা সালিম সাবরিনার ভাষা জাতি ও জাতীয়তা’, কথামেলা থেকে এসেছে রাশেদ মামুনের ‘কিংবদন্তির খনা উক্তি প্রবাদে বাংলার কৃষ্টি ও জীবন দর্শন’, শামস আলদীন এর ‘প্রসঙ্গ কথাসাহিত্য ও অন্যান্য’, অ্যার্ডন থেকে এসেছে ময়ুখ চৌধুরীর ‘উনিশ শতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতি প্রকৃতি’, ফরিদ কবিরের ‘আমার গদ্য’, অন্বেষা থেকে এসেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘নজরুল ইসলামের সাহিত্য জীবন’, আহমদ রফিকের ‘সংস্কৃতিচর্চা ও অসমাপ্ত লড়াই’, আবুল আহসান চৌধুরীর ‘মীর মশাররফ হোসেন সাহিত্যকর্ম ও সমাজচিন্তা’, মাওলা ব্রাদার্স থেকে এসেছে ড. মোহাম্মদ আমিনের ‘অফিস আদালতে বাংলা লেখার নিয়ম’, আফসার ব্রাদার্স থেকে এসেছে আমিনুর রহমান সুলতানের ‘ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস’, অনন্যা থেকে এসেছে আজহার ইসলামের ‘চলতি বাংলা অভিধান’, বাংলা সাহিত্যের ‘ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ)’, ঐতিহ্য থেকে এসেছে মোহাম্মদ তাজুল ইসলামের সম্পাদনায় ‘সংক্ষিপ্ত বাংলা অভিধান ও বাংলা অনুপ্রাস অভিধান’, মুর্তজা বশীরের ‘একুশ’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।