ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বইমেলা

মেলায় ঈদিউল আলমের ‘সাভারের রানা প্লাজা ট্রাজেডি’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, ফেব্রুয়ারি ২১, ২০১৪
মেলায় ঈদিউল আলমের ‘সাভারের রানা প্লাজা ট্রাজেডি’

মেলা প্রাঙ্গণ থেকে: গত বছর সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক ঈদিউল আলম মোবারকের বই ‘সাভারের রানা প্লাজা ট্রাজেডি’।

বইটি বইমেলার জাতীয় গ্রন্থকেন্দ্রে (স্টল ৪৭২-৭৪) পাওয়া যাচ্ছে।

মূল্য ২৫০ টাকা।

লেখক ঈদিউল আলম মোবারক বাংলানিউজকে বলেন, রানা প্লাজা ধ্বসের পর আমি সেখানে একজন উদ্ধারকর্মী হিসেবে কাজ করি। উদ্ধার কাজ করার সময় আমি নিজে পাওয়া এবং অন্য উদ্ধারকর্মীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য নোট করে রাখতাম। একইসঙ্গে এনাম মেডিকেল কলেজ এবং অধর চন্দ্র বিদ্যালয় মাঠ থেকে পাওয়া তথ্যও নোট করে রাখতাম। মূলত সেসব তথ্যের ভিত্তিতেই আমার এই বই রচিত হয়েছে।

তিনি বলেন, বইটিতে যেসব তথ্য ও চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে তার সবই সত্য এবং এখানে রানা প্লাজা ধসের শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য রয়েছে।

বইটি পড়লে পাঠকরা রানা প্লাজা ধসের সকল সঠিক তথ্য পাবেন এবং এই ঘটনার বাস্তব অনুভূতি খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।