ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

টুর্নামেন্ট-ম্যাচ সেরা আন্দ্রে রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫২, জানুয়ারি ১৮, ২০২০
টুর্নামেন্ট-ম্যাচ সেরা আন্দ্রে রাসেল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে রাজশাহী রয়্যালস। শুক্রবার (১৭ জানুয়ারি) ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছে রাজশাহী। এবারের বিপিএলে (টুর্নামেন্ট) সেরা খেলোয়াড় ও ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। বিপিএলে কোনো বিদেশি অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জেতেন এ ক্যারিবিয়ান অলরাউন্ডার।

টুর্নামেন্টজুড়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আন্দ্রে রাসেল। ফাইনালে খুলনার বিপক্ষেও ছিলেন উজ্জ্বল।

ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ অলরাউন্ডার। ব্যাট হাতে তিন ছক্কায় ১৬ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বল হাতেও ছিলেন সফল। ৪ ওভার বল করে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। মুশফিকুর রহিমের মতো গুরুত্বপূণ উইকেটটি তুলে নেন। তাই ফাইনাল ম্যাচ সেরা হয়েছেন তিনি।

শুধু ফাইনাল সেরা নয়, অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে বিপিএলের সেরা খেলোয়াড়ও হয়েছেন আন্দ্রে রাসেল। ১৩ ম্যাচ খেলে ৫৬ দশমিক ২৫ গড়ে ১৮০ স্ট্রাইকরেটে করেছেন ২২৫ রান। যার মধ্যে একটি অর্ধ-শতক রয়েছে। বল হাতে সমান ম্যাচে ৮ দশমিক ৭৫ ইকোনোমিতে নিয়েছেন ১৪টি উইকেট। তাই সিরিজ সেরা পুরস্কারটিও উঠেছে তার হাতেই।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
আরএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ