ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বিসিবি চাইলে এখনই অধিনায়কত্ব ছাড়তে রাজি মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২০, জানুয়ারি ১৪, ২০২০
বিসিবি চাইলে এখনই অধিনায়কত্ব ছাড়তে রাজি মাশরাফি মাশরাফি: ছবি-শোয়েব মিথুন

বাংলাদশের ক্রিকেটে মাশরাফির অবদান ভোলার মতো নয়। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালো সময় পার করেছেন তিনি। তবে এবার সম্ভবত খারাপ সময়টাও দেখে ফেলেছেন মাশরাফি।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাশরাফির খারাপ সময় শুরু। উঠেছে অবসর নিয়ে গুঞ্জনও।

এমনকি এবার ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নামও সরিয়ে নিয়েছেন অন্যকে সুযোগ করে দিতে। বাকি ছিলো একটাই যে, কবে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়বেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিপিএলের এলিমিনেটর পর্বে চট্টগ্রামের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিয়েছে মাশরাফির দল ঢাকা প্লাটুন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ম্যাশ। সেখানেই জানালেন কবে অধিনায়কত্ব ছাড়বেন তিনি।

মাশরাফি বলেন, ‘বিসিবি থেকে এখনই যদি বলে ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে তবে এখনই ছেড়ে দেবো।  কোনো সমস্যা নেই। ’

কিন্তু নিজ থেকে কবে অধিনায়কত্ব ছাড়বেন, এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমার সিদ্ধান্ত আমার কাছেই থাক। ’

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ