ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

মাশরাফির হাতে লেগেছে ১৪ সেলাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
মাশরাফির হাতে লেগেছে ১৪ সেলাই মাশরাফির হাতে লেগেছে ১৪ সেলাই

বিপিএলের ফিল্ডিং সময় বাঁ হাতে মারাত্মক ব্যথা পেয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরবর্তীতে দলীয় সূত্রে জানা গেছে মাশরাফির হাতের তালুতে ১৪ সেলাই দিতে হয়েছে। আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাশরাফির বিপিএল এখানেই শেষ হয়ে গেছে।

শনিবার (১১ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির হাতে সেলাইয়ের খবরটি নিশ্চিত করেন তার সতীর্থ এনামুল হক বিজয়।
 
খুলনার ব্যাটিং ইনিংসের ১১তম ওভারে মেহেদি হাসানের ঝুলিয়ে দেওয়া একটি বল কভারের ওপর দিয়ে সীমানাছাড়া করার জন্য সজোড়ে মারেন রাইলি রুশে।

কভারে দাঁড়িয়ে থাকা মাশরাফি বামদিকে ঝাঁপিয়ে পড়ে  ক্যাচটি লুফে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দ্রুত গতির বল মাশরাফির হাতে লেগে বেরিয়ে যায়। মাশরাফি কিছুক্ষণ মাঠে শুয়ে থাকার পর যখন উঠে দেখেন তখন হাতের তালু দিয়ে রক্ত পড়ছে।
 
দলের ফিজিও মাঠে এসে মাশরাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান। তারপর আর মাঠে ফেরেননি তিনি। আগামী ১৩ জানুয়ারি অ্যালিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন।  
 
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ