ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বাংলাদেশে মোস্তাফিজের অর্ধেকও নেই: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বাংলাদেশে মোস্তাফিজের অর্ধেকও নেই: মাশরাফি মোস্তাফিজুর রহমান/সংগৃহীত ছবি

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। ৮ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় চার নম্বরে ছিলেন এই বাঁহাতি। তবে মোস্তাফিজের সবচেয়ে বড় সমস্যা ছিল তার ইকোনোমি, প্রায় ৭ রান করে। ওয়ানডে ক্রিকেটে এই গড়টা খুবই বেশি। এজন্য তার সমালোচনাও হয়েছে বিস্তর।

বিশ্বকাপের পর থেকে মোস্তাফিজ যেন অনেকটাই অচেনা ফর্মে ধরা দিলেন। তার বোলিংয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আর ভারত সফরে নিজের ছায়া হয়ে ছিলেন। তবে মাঝে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজে কিছুটা ছন্দে ফিরেছিলেন তিনি।

চলমান বঙ্গবন্ধু বিপিএল’র শুরু থেকেই ফর্মহীনতায় ছিলেন মোস্তাফিজ। তাই তাকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এমনকি বাংলাদেশ দলের নির্বাচকরাও সমালোচনা করেছিলেন। তবে মজার ব্যাপার হলো, সমালোচিত হওয়া সেই মোস্তাফিজই চলমান বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি।

শুক্রবার (১০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসময় কথা প্রসঙ্গে চলে আসে মোস্তাফিজের কথা। যেখানে মাশরাফির কণ্ঠে শোনা গেল মোস্তাফিজের প্রতি সমবেদনা। তবে সমবেদনা বললেও ভুল হবে, রীতিমতো মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক।
 
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘যে কথাটা আমি মোস্তাফিজের ক্ষেত্রে বলেছি, তার যত্ন করা খুবই জরুরি। এটা আমি সংক্ষেপে বলেছিলাম। ওকে নিয়ে শুধু সমালোচনাই যদি করতে থাকি...। ভালো না করলে সমালোচনা হবে ঠিক আছে, কিন্তু আমি যখন মোস্তাফিজের দায়িত্বে আছি তখন আমি কেন তাকে নিয়ে আপনাদের সামনে এসে সমালোচনা করবো। তখন মোস্তাফিজকে আমি আগলে রাখার চেষ্টা করবো। ’

মাশরাফি চ্যালেঞ্জ দিয়ে বলেন, মোস্তাফিজের মতো বোলার এখনো বাংলাদেশ তৈরি করতে পারেনি। তিনি বলেন, ‘যদি অর্ধেক একটা মোস্তাফিজ বাংলাদেশে থাকে তো ভালো, আমাকে একটা অর্ধেক মোস্তাফিজ দেখান বাংলাদেশে। আছে? যদি থাকে তো আমাকে দেখান..সেটা নাই। ’

মোস্তাফিজদের দায়িত্বে যারা আছেন তাদের সমালোচনা না করে বরং সমস্যা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন মাশরাফি, ‘মোস্তাফিজ বিশ্বকাপে ২১ উইকেট পেয়ে আসছে। হয়তো বা ইকোনোমি রেট অনেক। কিছু প্রশ্ন থাকতে পারে। কিন্তু এই জিনিসটা আমি ঠিক করবো কেমন করে? এই জিনিস ঠিক করা নিশ্চয়ই কোনো একটা পথ আছে। ’ 

তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক বোলার আছে ফর্মহীনতায় গিয়েছে, তারা আবার কামব্যাক করেছে। আমাদের দেশে কেন হচ্ছে না? কারণ আমরা যারা মোস্তাফিজদের নিয়ে কাজ করছি, মাঠে তারাও কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের ভাষাতেই কথা বলছে। মোস্তাফিজকে নিয়ে আপনার সামনে সমালোচনা করে পরের দিন সকালে অাবার আমি মোস্তাফিজকে নিয়ে মাঠে কাজ করতে যাচ্ছি। তো মোস্তাফিজ কি মানুষ না? মোস্তাফিজের মনের যে সমস্যা সেটা তার (সমালোচক) সঙ্গে আর কেমন করে শেয়ার করবে? কারণ ২৪ ঘণ্টা আগে আপনি তার সম্পর্কে সমালোচনা করে আসছেন। ’

মাশরাফি মনে করেন এই বিষয়গুলোই পরিবর্তন করা প্রয়োজন। ক্রিকেটারদের মানসিকভাবে সবসময়ই সাহস যোগাতে হবে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে, এইসব খেলোয়াড়দের মানসিকভাবে অনেক বুস্ট-আপ করার প্রয়োজন আছে, আমার মনে হয় এই জিনিসটার বড়ই অভাব এখানে। যে বোলাররা ফর্মে আসছে,  নিশ্চিত হওয়া দরকার যে এদের কীভাবে আরও ওপরে তোলা যায়। ইকনোমি রেট বা যেটাই হোক মোস্তাফিজের যে সমস্যাটা সেগুলো ঠিক করা। তাহলে আমার কাছে মনে হয় যে স্ট্যাবল। সবার মতো আমরাও গা ভাসিয়ে দিলে বাংলাদেশের ক্রিকেট এভাবেই চলতে থাকবে। ’

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ