ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

রুশোর ফিফটিতে ১৭৯ রানের বড় সংগ্রহে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
রুশোর ফিফটিতে ১৭৯ রানের বড় সংগ্রহে খুলনা ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু বিপিএলের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। যেখানে রাইলে রুশোর ঝড়ো হাফসেঞ্চুরিতে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে।

বুধবার (০৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দু’দল। ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক ডেভিড মালান।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। ৯.১ ওভারে তারা ৭১ রান তোলেন। তবে ব্যক্তিগত ৩৮ ও ৩৯ রানে যথাক্রমে বিদায় নেন তারা।

তবে দুই ওপেনারের বিদায়ের পর অসাধারণ জুটি গড়েন রাইলে রুশো ও অধিনায়ক মুশফিকুর রহিম। এরইমধ্যে ২৬ বলে ফিফটি তুলে নেন রুশো। তাদের দু’জনের পার্টনারশিপে রান হয় ৮৫। রুশো শেষ পর্যন্ত ৩৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন। ১৭ বলে ২৪ করে মাঠ ছাড়েন মুশফিক।

কুমিল্লা বোলারদের মধ্যে সৌম্য সরকার ও ডেভিড উইসি একটি করে উইকেট পান।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ