ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বাংলাদেশের সব ক্রিকেটার ইংরেজি বোঝে: আন্দ্রে ফ্লেচার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
বাংলাদেশের সব ক্রিকেটার ইংরেজি বোঝে: আন্দ্রে ফ্লেচার আন্দ্রে ফ্লেচার: ফাইল ফটো

এবারের বিপিএলে সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে সিলেট থান্ডার। মঙ্গলবার (০৭ জানুয়ারি) নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট। ফলে মাত্র একটি জয় নিয়েই পুরো বিপিএলে সন্তষ্ট থাকতে হয়েছে দলটিকে। 

দলের এমন ভরাডুবির পেছনে কয়েকদিন আগেই সিলেটের প্রধান কোচ হার্শেল গিবস দাবি করেছিলেন, দলের ক্রিকেটাররা ইংরেজি বোঝেন না। যার কারণে ক্রিকেটাররা তাকে বুঝতে পারেনি।

তবে নিজেদের শেষ ম্যাচে শেষ সংবাদ সম্মেলনে সিলেটের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার কোচের এই দাবির কথা শুনে অবাক হয়েছেন।

ক্যারিবিয়ান ব্যাটসম্যান ফ্লেচার বলেন, ‘দেখেন আমি কোচ নই। তাছাড়া আমার সঙ্গে দলের সবার বোঝাপড়াই ভাল ছিল। তারা কিন্তু আমাকে বেশ ভাল বুঝতে পারে। একজন কোচের মুখ থেকে এমন কথা শুনে আমি বিষ্মিত হয়েছি। দলের জন্য কিন্তু আমাদেরই দায়িত্ব নিতে হয়। এজন্য আমরা কাউকে দোষারোপ করতে পারি না। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার ইংরেজি বোঝে। আমি ঠিক বুঝতে পারছি না, সে কি বলতে চাইছে। এর কোন মানে নেই। ’

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ