ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

মোস্তাফিজের দারুণ বোলিং, সিলেটের সংগ্রহ ১৩৩

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
মোস্তাফিজের দারুণ বোলিং, সিলেটের সংগ্রহ ১৩৩ মোস্তাফিজের দারুণ বোলিং-ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু বিপিএলের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট তালিকার দুই নিচের সারির দল সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ১৩৩ রান সংগ্রহ করে। তবে দারুণ বোলিং করে সিলেট ব্যাটসম্যানদের কোনঠাসা করেন রংপুরের মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক শেন ওয়াটসন।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিলেট।

দলীয় ১৬ রানে হারায় দুই পেনার আন্দ্রে ফ্লেচার ও জোহানসন চার্লসকে। তবে একপাশে হাল ধরেন মিঠুন। তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৬২ করে মোস্তাফিজের বলে বিদায় নেন।

ছবি: শোয়েব মিথুন

কিন্তু রংপুর বোলারদের টাইট বোলিংয়ে সিলেটের আর কেউই বলার মতো স্কোর করতে পারেনি। বিশেষ করে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে পাত্তাই পায়নি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।

দলের হয়ে অন্য বোলারদের মধ্যে আরাফাত সানি, মুকিদুল ইসলাম, মোহাম্মদ নবী ও লুইস জর্জি একটি করে উইকেট ভাগ করে নেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ