ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

চারশ ছক্কার মাইলফলকে আন্দ্রে রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
চারশ ছক্কার মাইলফলকে আন্দ্রে রাসেল চারশ ছক্কার মাইলফলকে আন্দ্রে রাসেল-ছবি: শোয়েব মিথুন

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সংক্ষিপ্ত এই ফরম্যাটে চারশ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের আল আমিনের বলে নিজের তিন নম্বর ছক্কা মেরে এই মাইলফলক স্পর্শ করেন রাসেল।

টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চারশ ছক্কা মারেন এই ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান।

৯৬৬টি ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে আছেন আরেক ক্যারিবীয় দানব ক্রিস গেইল।

৬৪৭ ছক্কায় দ্বিতীয়তে রয়েছেন উইন্ডিজ আরেক ব্যাটসম্যান কাইরন পোলার্ড। তৃতীয়স্থানে রয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের ছক্কার সংখ্যা ৪৮৫টি।

৪৩১টি ছক্কা মেরে চতুর্থস্থানে রয়েছেন রংপুর রেঞ্জার্সের হয়ে এক ম্যাচ খেলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ