ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

সুপার ফ্লপ ‘বুমবুম’ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, ডিসেম্বর ২৭, ২০১৯
সুপার ফ্লপ ‘বুমবুম’ আফ্রিদি ছবি: বাংলানিউজ

বঙ্গবন্ধু বিপিএল ঢাকায় ফিরতেই হেরেছে ঢাকা প্লাটুন। মাশরাফি-তামিম-আফ্রিদি-পেরেরাদের ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে ইমরুল-সিমন্সদের চট্টগ্রাম। ব্যাট হাতে আবারও ব্যর্থ ‘বুমবুম’ আফ্রিদি। চলতি বিপিএলে পাকিস্তানি এই অলরাউন্ডার সুপার ফ্লপ।

আট ম্যাচের ৬টিতে জেতা চট্টগ্রাম ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। ঢাকা নিজেদের ৭ ম্যাচের চারটিতে জিতে তুলেছে ৮ পয়েন্ট।

সাত ম্যাচের একটিতে একাদশে ছিলেন না ক্রিকেটের ফেরীওয়ালা খ্যাত আফ্রিদি।

পাকিস্তানি এই অলরাউন্ডার নিজের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে কোনো রান তো করতেই পারেননি, বল হাতে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে ৪ রান আর বল হাতে ২৪ রান দিয়ে আবারও উইকেটশূন্য।

চট্টগ্রাম পর্বে আফ্রিদি খেলেছেন তিন ম্যাচ। স্বাগতিকদের বিপক্ষে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি আর ব্যাট হাতে করেন মাত্র ৯ রান। কুমিল্লার বিপক্ষে পরের ম্যাচে ২৩ রান খরচায় কোনো উইকেট পাননি আর ব্যাট হাতে করেন অপরাজিত ২৬ রান। চট্টগ্রাম পর্বে সিলেট থান্ডারের বিপক্ষে ব্যাট হাতে নামেননি, বল হাতে ২৬ রান খরচায় পান দুটি উইকেট।

ঢাকায় ফিরে আবারও ব্যর্থ আফ্রিদি। ব্যাট হাতে কোনো রান পাননি আর বল হাতে ১১ রান দিয়ে কোনো উইকেট থলিতে জমাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ