ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ফ্লেচার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান ফ্লেচার আন্দ্রে ফ্লেচার: ছবি- সোহেল সরওয়ার

১৫তম ম্যাচে এসে চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান সিলেট থান্ডারের ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ৫৩ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। 

১১টি চার আর ৫টি ছক্কায় তিন অঙ্কের ঘর স্পর্শ করেন ফ্লেচার। চলতি বিপিএলে প্রথম সেঞ্চুরি।

 

খুলনার বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ১০৩ রান করছেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২৩২ রান সংগ্রহ করেছে সিলেট।

বিপিএলের ইতিহাসে এখন পযর্ন্ত সেঞ্চুরি হয়েছে মোট ১৯টি। সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। প্রথম আসরেই টানা দুই সেঞ্চুরি করেন তিনি। বিপিএলের অভিষেক সেঞ্চুরিও এসেছে ওয়েস্ট ইন্ডিজ তারকার ব্যাট থেকে।  

ফ্লেচারের আগেই অবশ্য নিজের নামটি ইতিহাসে লেখাতে পারতেন আরেক ওয়েস্ট ইন্ডিজ তারকা জনসন চার্লস। কিন্তু শহিদুল ইসলামের বলে এলবিডডব্লিউ’র শিকার হয়ে সাজঘরে ফেরত যাওয়ায় তা আর সম্ভব হয়নি। আউট হওয়ার আগে এই ক্যারিবিয়ান তারকা ঝড় তুলে ৩৮ বলে করেন ৯০ রান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমআরপি/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ