ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

টানা ৪ হারের কারণ জানে না রংপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, ডিসেম্বর ২১, ২০১৯
টানা ৪ হারের কারণ জানে না রংপুর ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না রংপুর রেঞ্জার্সের। চার ম্যাচের চারটিতে হার তাদের। জাতীয় দলের দুই সেরা পেসার আছেন রংপুরে। পুরো ম্যাচ জুড়ে যেন বিমর্ষ এ দুই বোলার। ১৩৭ রান করতে রংপুরের যেখানে ২০ ওভার খেলতে হয়েছে, সেখানে খুলনা ১২.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে।

দলের এ অবস্থার কারণ জানতে আগ্রহী সবাই। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জার্সের ফজলে মাহমুদ রাব্বির কাছে সাংবাদিকদের প্রশ্ন  'কেন এমন হচ্ছে?'

রাব্বি জানান, 'আমরাও উত্তর খুঁজচ্ছি এরকম কেন হচ্ছে।

আমরাও চেষ্টা করছি হারের বৃত্ত থেকে বের হওয়ার। দুর্ভাগ্যবশত হচ্ছে না। সামনের ম্যাচ গুলোতে যাতে ভালো করতে পারি সে চেষ্টা থাকবে। মনে হচ্ছে আমাদের টিম কম্বিনেশন ঠিকভাবে কাজ করছে না। আমাদের বিদেশি যারা আছেন, তারা যদি ভালো খেলেন আর আমরা লোকাল যারা আছি তারা যদি সাপোর্ট দিতে পারি তাহলে হয়তো ভালো ফল আসবে। সেই সাথে আমাদের বোলিং ইউনিটও ছন্দে নেই। একটা ভালো দিনের অপেক্ষায় আছি। ' 

রংপুর ইনিংসের পজিটিভ দিক ছিল নাঈম শেখের ব্যাটিং। নাঈমের রান আউট নিয়ে নিয়ে রাব্বি বলেন, 'নাঈমের সাথে একটা সুন্দর পার্টনারশিপ হচ্ছিল। সে থাকলে হয়তো আরও রান বেশি হতো। তাছাড়া উইকেট হাতে থাকলে শেষের দিকে ব্যাটসম্যানরা মেরে খেলতে পারতো। ’

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। টস জিতে কুমিল্লা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ ম্যাচের ৪ টিতে জেতা চট্টগ্রাম আছে টেবিলের শীর্ষে। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে চার নম্বরে কুমিল্লা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএম/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ