দলের এ অবস্থার কারণ জানতে আগ্রহী সবাই। তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জার্সের ফজলে মাহমুদ রাব্বির কাছে সাংবাদিকদের প্রশ্ন 'কেন এমন হচ্ছে?'
রাব্বি জানান, 'আমরাও উত্তর খুঁজচ্ছি এরকম কেন হচ্ছে।
রংপুর ইনিংসের পজিটিভ দিক ছিল নাঈম শেখের ব্যাটিং। নাঈমের রান আউট নিয়ে নিয়ে রাব্বি বলেন, 'নাঈমের সাথে একটা সুন্দর পার্টনারশিপ হচ্ছিল। সে থাকলে হয়তো আরও রান বেশি হতো। তাছাড়া উইকেট হাতে থাকলে শেষের দিকে ব্যাটসম্যানরা মেরে খেলতে পারতো। ’
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। টস জিতে কুমিল্লা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ ম্যাচের ৪ টিতে জেতা চট্টগ্রাম আছে টেবিলের শীর্ষে। অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে চার নম্বরে কুমিল্লা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএম/এমআরপি/টিসি