ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

মুশফিকদের টার্গেট ১৩৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
মুশফিকদের টার্গেট ১৩৮ ছবি: সোহেল সরওয়ার

চলমান বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স-খুলনা টাইগার্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মুশফিকুর রহিম। আগে ব্যাট করে মোহাম্মদ নবীর রংপুর ৯ উইকেট হারিয়ে তুলেছে ১৩৭ রান।

দুই ম্যাচের দুটিতেই জিতেছে মুশফিকের খুলনা টাইগার্স। এদিকে, তিন ম্যাচের কোনোটিতেই জেতেনি মোহাম্মদ নবীর রংপুর রেঞ্জার্স।

ছবি: সোহেল সরওয়ারশুক্রবার (২০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে রংপুর। ওপেনার মোহাম্মদ শাহজাদ ৭ বলে ১১ রান করে বিদায় নেন। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ৪৯ রানের ইনিংস। তার ৩২ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।

ছবি: সোহেল সরওয়ারতিন নম্বরে নামা ক্যামেরন দেলপোর্ট ৪, নাদিফ চৌধুরি ০, দলপতি মোহাম্মদ নবী ৪ রানে বিদায় নেন। ফজলে মাহমুদ ৩৩ বলে দুই বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে করেন ৪২ রান। লুইস গ্রেগরি ২২, তাসকিন আহমেদ ২, আরাফাত সানি ১, মোস্তাফিজুর রহমান ০ রান করেন।

ছবি: সোহেল সরওয়ারখুলনার পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি মেহেদি হাসান মিরাজ। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নেন পেসার শফিউল ইসলাম। রবিউল হক ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। রবি ফ্রাইলিঙ্ক ১ ওভারে ৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। শহিদুল ইসলাম ৩ ওভারে ৩২ রান খরচায় নেন দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ