ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

৭২ ঘণ্টা পর্যবেক্ষণে মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
৭২ ঘণ্টা পর্যবেক্ষণে মাহমুদউল্লাহ ছবি: বাংলানিউজ

ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় দলকে নেতৃত্ব দিতে দেখা যায় ইমরুল কায়েসকে। হ্যামস্ট্রিংয়ে পুরোনো চোট মাথাচাড়া দিয়ে উঠলে মাঠ থেকে উঠে যান মাহমুদউল্লাহ।

পুরোনো জায়গায় আবারও চোট পেয়েছেন মাহমুদউল্লাজ। তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের ম্যানেজার ফাহিম মুনতাসির জানান, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে মাহমুদউল্লাহকে। তার এমআরআই করা হবে কি না, তা দলের ফিজিওরা ঠিক করবেন। তবে, খুশির খবর হলো তার কোনো ব্যথা নেই।

খেলতে না পারলে স্বাগতিকরা নিজেদের মাঠে দলপতিকে আর কোনো ম্যাচে পাচ্ছে না।

বিপিএলে আগামীকাল কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরশু চট্টগ্রামে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলবে চ্যালেঞ্জার্স।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ

welcome-ad