ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

বিপিএলের সর্বোচ্চ তিনটি ইনিংসই চট্টগ্রামে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বিপিএলের সর্বোচ্চ তিনটি ইনিংসই চট্টগ্রামে ছবি: সোহেল সরওয়ার

চলতি বছর এনিয়ে দ্বিতীয়বার বিপিএলের স্বাদ নেওয়ার সুযোগ হয়েছে ক্রিকেটপ্রেমীদের। এ বছর জানুয়ারিতে চট্টগ্রামের দর্শক বিপিএল উপভোগ করেছে। ডিসেম্বর আবারও উপভোগ করছে বিপিএলের ধুম-ধারাক্কা ব্যাটিং।

চলতি বছরই বিপিএল দেখেছে তার ইতিহাসের সর্বোচ্চ তিনটি দলীয় ইনিংস। তিনটিই হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ উইকেটে তুলেছে ২২১ রান। মাশরাফির ঢাকা প্লাটুনের জন্য চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

ছবি: সোহেল সরওয়ারব্যাট হাতে চট্টগ্রামের ওপেনার লেন্ডল সিমন্স ৬৩ বলে ৫৭, ওপেনার আভিস্কা ফার্নান্দো ১৩ বলে ২৬, ইমরুল কায়েস ২৪ বলে ৪০, দলপতি মাহমুদউল্লাহ ২৮ বলে ৫৯, চ্যাডউইক ওয়ালটন ১৮ বলে ২৭* আর নুরুল হাসান সোহান ৪ বলে ৭* রান করেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ১১.৫ রানরেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ দাঁড়ায় ২২১/৪। যা বিপিএলের তৃতীয় সর্বোচ্চ।

এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস আর রিলে রুশোর সেঞ্চুরিতে দলটি তুলেছিল ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান। যা বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। স্বাগতিক চট্টগ্রাম ভাইকিংসকে সেই ম্যাচটিতে হারতে হয়েছিল ৭২ রানে।

একই আসরে মানে ষষ্ঠ আসরে গত ২৮ জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তুলেছিল দ্বিতীয় সর্বোচ্চ ২৩৭ রান। কুমিল্লার জার্সিতে এভিন লুইস সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। ম্যাচটি কুমিল্লা জিতেছিল ৮০ রানের ব্যবধানে। আজ ঢাকা জিতলে সেটি হবে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ রানের স্কোর। চট্টগ্রাম তখন নেমে যাবে চার নম্বরে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ