ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

সাব্বিরের প্রশংসায় মালান, অভিষেক নিয়ে উচ্ছ্বসিত মুগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
সাব্বিরের প্রশংসায় মালান, অভিষেক নিয়ে উচ্ছ্বসিত মুগ্ধ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরে টানা ৩ ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে রংপুর। অন্যদিকে পয়েন্ট টেবিলের ৪ নম্বর দল কুমিল্লা পেয়েছে দ্বিতীয় জয়ের স্বাদ। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল দল দুটি।

এতে রংপুরকে হতাশার গ্লানিতে ডুবিয়ে দুই বল বাকি রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন রংপুর রেঞ্জার্সের হয়ে খেলতে আসা বিপিএল অভিষিক্ত মুকিদুল ইসলাম মুগ্ধ।

অন্যদিকে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে কথা বলেন ডেভিড মালান। একজনে মুখে উচ্ছ্বসের বাণী থাকলেও অন্যজনের মুখে ছিল ভবিষ্যতে ভালো করার প্রত্যয়।

কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান মালান জানালেন, ‘আমরা অনেক ভালো করেছি। কিন্তু প্রথম ৬ ওভার আমাদের বোলিং ভালো হয়নি। ওপেনার মোহাম্মদ শাহজাদ অনেক ভালো খেলেছে। মোটামুটি রান উঠেছে। শেষ দিকে আল আমিন ভালো বোলিং করেছে। এজন্য রংপুরকে ১৮০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছিল। আমাদের ওপেনাররও ভালোই ব্যাট করেছে। মাঝখানে একটু রানের গতি কমে গিয়েছিল। ’

মালান আরও বলেন, ‘আমরা গত ম্যাচে হেরেছিলাম। আমাদের জন্য একটি মোমেন্টাম দরকার ছিল। সেটা আমরা আজ পেয়েছি। আমরা দল হিসেবে ভালো খেলেছি। ছেলেরাও একটা চ্যালেঞ্জ নিয়ে মাঠে খেলেছে। বড় বিষয় হলো দল আজ জিতেছে। ’

এদিকে, বিপিএলের মঞ্চে অভিষিক্ত রংপুর রেঞ্জার্সের মুকিদুল ইসলাম মুগ্ধ বলেন, ‘খেলাতে হার-জিত থাকবে। দল ভালো করার পরও হেরেছে। আমাদের চেষ্টা থাকবে আগামী ম্যাচ গুলো বের করে আনার। ’

অভিষেক ম্যাচের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমে বিপিএল খেলার সুযোগ পাইনি। পরে হাবিবুল বাশার স্যার সুযোগটি করে দিয়েছেন। প্রথম ম্যাচে একটু নার্ভাস ছিলাম। দলের সবাই অনেক সহযোগিতা করেছেন। প্রথমবার বিপিএলের মতো এত বড় মঞ্চে খেলছি। প্রথম ম্যাচ তো তাই তেমন গতিতে বল করিনি। তাছাড়া প্রথম ম্যাচ, একটু ভয়ও কাজ করছিল। নিজে ভালো করার চেষ্টা করছি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমার টার্গেট থাকবে সেখানে জায়গা করে নেওয়া। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএম/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ