ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

মুশফিকে মুগ্ধ শাহ-ফস্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
মুশফিকে মুগ্ধ শাহ-ফস্টার ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম। তবে খুলনা ইনিংসের শুরুতেই নাজমুল হাসান শান্ত এবং রহমতুল্লাহ গুরবাজ আউট হওয়ার পর খুলনা টাইগার্সকে একাই জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পুরো কৃতিত্ব এই ডানহাতির।

দলের জয়ে ৯৬ রানের ইনিংস খেলার পথে ৯টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন মুশফিক।  তার এমন অনবদ্য ইনিংসে মুগ্ধ রাজশাহী রয়্যালস কোচ ওয়াইজ শাহ এবং খুলনা টাইগার্স কোচ জেমস ফস্টার।

ম্যাচ শেষে দুজনেই প্রশংসায় ভাসিয়েছেন মুশিকে।

ম্যাচ হেরে যাওয়ায় হতাশা প্রকাশ করে সংবাদ সম্মেলনে রাজশাহীর কোচ ওয়াইজ শাহ বলেন, ‘আমরা হতাশ। কারণ আমরা ম্যাচ হেরেছি। হাই স্কোরিং অথবা লো স্কোরিং যেটাই হোক জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের ১৫ থেকে ২০ রান কম হয়েছে। পরিসংখ্যান বলছে, এ মাঠে সহজে রান তাড়া করা যায়। আমাদের স্কোর ২০০ থেকে ২১০ হলে ভালো হতো। উইকেট খুবই ভালো ছিল।  দুই ইনিংস মিলিয়ে প্রায় ৪শ’ রানের মতো হয়েছে। ’

দল হারলেও প্রতিপক্ষ ব্যাটসম্যান মুশফিকের প্রশংসায় তিনি বলেন, ‘মুশফিক অনেক বেশি ভালো খেলেছে। সে পার্টনারশিপ গড়েছে। রাইলি রুশো ফেরার পরও সে থেমে ছিল না। আমরা প্রথম দুটি ম্যাচে জিতেছি, একটিতে হেরেছি। আমাদের  আরও উন্নতি করতে হবে।  এখনও টুর্নামেন্টের প্রথম পর্ব চলছে।  এত তাড়াতাড়ি আমরা হতাশ হতে চাই না। ’

এরপর বিজয়ী দল খুলনা টাইগার্স কোচ জেমস ফস্টার বলেন, ‘ম্যাচটা অনেক ভালো ছিল। ব্যাটিং ইউনিট হিসেবে ভালো খেলেছি। মুশফিক অনেক ভালো খেলেছে। তার ক্যারিয়ারের আরেকটা ভালো ইনিংস। সে খেলার কন্ডিশনটা বুঝে বোলারদের মোকাবিলা করেছে। তার বড় গুণ হলো মাঠের চার পাশে খেলতে পারে। ’

শোয়েব মালিকের ঝড়ো ৮৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৯২ রান করে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএম/টিসি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ