ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

রানা-রুবেলদের বোলিং তোপে ১২৯ রানে থামল সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
রানা-রুবেলদের বোলিং তোপে ১২৯ রানে থামল সিলেট ছবি: সোহেল সরওয়ার

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেট থান্ডারের ব্যাটসম্যানদের তোপের মুখে রাখলেন মেহেদি হাসান রানা, রুবেল হোসেনসহ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলাররা। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি তুলতে পারেনি সিলেট।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট।  

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে সিলেট।

দলীয় ১৩ রানেই বিদায় নেন ওপেনার রনি তালুকদার (২)। এরপর শফিকুল্লাহ শাফাকও (৬) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মিছিলে রানের চাকা সচল রাখেন আন্দ্রে ফ্লেচার।  

দলীয় ৬২ রানে ফ্লেচার (৩৮) বিদায় নেওয়ার পর একে একে ড্রেসিং রুমের পথ ধরেন মোহাম্মদ মিঠুন (১৮), জনসন চার্লস (৩)। দুজনেই মেহেদি হাসান রানার শিকার হয়ে ফিরেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালান সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

মোসাদ্দেকের ২২ বলে ৩০ রানের ইনিংসে ভর করে শতরানের বাধা টপকায় সিলেট। এরপর ১১ রান করে বিদায় নেন নাঈম হাসান। কেসরিক উইলিয়ামসের বলে বোল্ড হয়ে মোসাদ্দেক ফেরার পর ক্রিশমার সান্টোকিও (৯) ফিরে যান। দেলোয়ার হোসেন অপরাজিত থাকেন ৭ রান নিয়ে।

বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছেন চট্টগ্রামের রানা। ২৮ রানে ২ উইকেট নিয়েছেন রুবেল। আর ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন মুক্তার ও কেসরিক উইলিয়ামস।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ

welcome-ad