সোমবার (১৬ ডিসেম্বর) ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালেও গিয়েছিলেন তামিম। তাকে কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে।
বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলানিউজকে জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে তামিমের অবস্থা। তবে আপাতত চট্টগ্রাম পর্বে তামিমের না খেলার সম্ভবনা বেশি।
দেবাশীষ বলেন, ‘আজকে জ্বর অনেকটাই কমে আসছে, সব দিক দিয়েই ভালো, তবে আমরা কিছু টেস্ট করবো। টেস্টগুলো করে সে হাসপাতাল থেকে বাসা চলে যাবে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ খেলতে পারবে না। পরবর্তী ম্যাচ গুলো নিয়েও সন্দেহ আছে। এগুলো রিকভরির ব্যাপারতো সময় লাগে। জ্বর থেকে মাত্রই উঠলো হাতে শক্তি পাচ্ছে কিনা, এখনো পরোপুরি জ্বর ভালো হয়নি। সাধারণত দেখা যায় পাঁচ থেকে সাত দিন সময় লাগে ঠিক হতে, কারো মাসখানেকও লাগে। ফুল ফিট না হয়েতো খেলা ঠিক না। সব কিছু ঠিক হলে শেষ (চট্টগ্রাম পর্ব) ম্যাচটা খেলতে পারে তাও সন্দেহ আছে। ’
১৮ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা প্লাটুনের চট্টগ্রাম পর্বের খেলা।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএআর/এমএমএস