ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

সাকিবের মতো কাউকে পাওয়া কঠিন: মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
সাকিবের মতো কাউকে পাওয়া কঠিন: মাহমুদউল্লাহ ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী একটা বছর সাকিব আল হাসানকে মিস করবে। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব। তার অভাব পূরণ করাটাও কঠিন।

চলতি বিপিএলেও দর্শকরা সাকিবকে মিস করবে এটা বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও মনে করেন সাকিবের অভাব পূরণ করার মতো না।

শনিবার (১৪ ডিসেম্বর) রংপুর রেঞ্জার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে রিয়াদ জানান, ‘সাকিবের সঙ্গে কারও তুলনা করাটা ঠিক হবে না। কারণ একজন সাকিব এক জেনারেশনে পাওয়াটা খুব কঠিন, সাকিব একজনই। আমরা সবাই জানি ও (সাকিব) কতটুকু সামর্থ্য রাখে ওর ক্রিকেটিং স্কিল, ক্রিকেটিং ব্রেনের স্কিল দিয়ে। আমি চেষ্টা করি সাকিবের মতো বোলিংয়ে কন্ট্রিবিউট করতে। পারলে আমিও খুশি হবো। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ