ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

‘লেগ স্পিনার খেলানোটা একটা গাইডলাইন’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
‘লেগ স্পিনার খেলানোটা একটা গাইডলাইন’ ছবি: বাংলানিউজ

বিশ্ব ক্রিকেট বর্তমানে লেগ স্পিন সংকটে ভুগছে। লেগ স্পিনের চাহিদাও বেশি। শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, শহীদ আফ্রিদির পর তেমন ভাবে কোনো লেগ স্পিনার দেখা যায়নি। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো স্বীকৃত লেগ স্পিনার বের করতে পারেনি। তাই এবারের বিপিএলে শুরু থেকেই নিয়ম করা হয়েছিল, প্রতি দলে একজন করে লেগ স্পিনার খেলাতে হবে।

তবে দলের প্রয়োজনে হয়তো কখনো কখনো এটা মানা সম্ভব হচ্ছে না। তাই এটাকে গাইডলাইন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন, বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

রকিবুল বলেন, ‘আমাকে অনেকে প্রশ্ন করেছিল গভর্নিং কাউন্সিলের প্লেয়ারস এন্ড রেগুলেশনে বলা হয়েছিল ১৪০ কিমি গতির বোলার খেলাতে হবে বা লেগ স্পিনার রাখতে হবে। ওভাবে বাধ্যবাধকতা হিসেবে বলা হয়নি। টেকনিক্যাল কমিটি এটাকে গাইডলাইন হিসেবে দেখছে। সব টিম গুলোকে গাইডলাইন দিয়েছি। আমরাও চাই ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানরা বাউন্সি পেসারদের খেলতে পারে এবং লেগ স্পিনারের বিপক্ষেও যেন ধাতস্থ হতে পারে। এটা একটা গাইডলাইন। ’

তিনি আরও বলেন, ‘তারপরও আমার খুব ভালো লেগেছে যে কিছু দল লেগ স্পিনার খেলাচ্ছে এবং পেস বোলারও কিন্তু মোটামুটি ভালোমানের এসেছে। ওয়াহাজ রিয়াজ আছে, এখানে মোহাম্মদ আমির আছে। ওরা বেশ জোড়েই বল করছে। ব্যাটসম্যানদের জন্য এটা ভালো, সাইড শট খেলার জন্য এ ধরনের পেস বোলার দরকার। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
আরএআর/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ