ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

৯১ রানেই অলআউট সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
৯১ রানেই অলআউট সিলেট ছবি: শোয়েব মিথুন

চলমান বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার আর রাজশাহী রয়্যালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট ১৫.৩ ওভারে গুটিয়ে গেছে ৯১ রানে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামে সিলেট। ৪ ওভারেই ৩৫ রান তুলে নেন ওপেনার রনি তালুকদার আর জনসন চার্লস।

রনি তালুকদার ১৭ বলে করেন ১৯ রান। আর চার্লস ১০ বলে করেন ১৬ রান।

ছবি: শোয়েব মিথুনতিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ১৮ বলে ২০ রান করে বিদায় নেন। জীবন মেন্ডিস ০ রানে ফিরলেও দলপতি মোসাদ্দেক হোসেন ২১ বলে করেন ২০ রান। ১৩ বলে ১০ রান করেন নাজমুল হোসেন মিলন। শেষ দিকে নাঈম হাসান ১, নাভিন উল হক ২, ক্রিসমার সান্তোকি ০, নাজমুল ইসলাম ০, এবাদত হোসেন ১ রান করেন।

ছবি: শোয়েব মিথুনরাজশাহীর দলপতি রাসেল ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে নেন একটি উইকেট। তাইজুল ২ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২ ওভারে ১৪ রান দিয়ে উইকেট পাননি পেসার আবু জায়েদ রাহি। ৩ ওভারে ১৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন অলোক কাপালি। রবি বোপারা ৩ ওভারে ১০ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। আর ফরহাদ রেজা ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে পান আরও দুটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ