ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯

সেঞ্চুরির পর তামিমের ৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
সেঞ্চুরির পর তামিমের ৫ ফাইল ফটো

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফির ঢাকা প্লাটুন এবং আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর দলপতি রাসেল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা প্লাটুন। দলীয় ১৫ রানে বিদায় নেন ওপেনার তামিম ইকবাল।

আবু জায়েদ রাহির বলে আফিফ হোসেনের তালুবন্দি হওয়ার আগে বাঁহাতি এই ওপেনার করেন মাত্র ৫ রান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম সবশেষ নেমেছিলেন ২০১৮ সালের ২২ ডিসেম্বর। ঢাকায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তামিম করেন ৬ বলে ৮ রান। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ছিলেন না তামিম। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সেই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন।

অন্যান্য টি-টোয়েন্টিতে সবশেষ গত বিপিএলের ফাইনালে নেমেছিলেন তামিম। সাকিবের ঢাকার বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরিও করেছিলেন। ষষ্ঠ বিপিএলে কুমিল্লার জার্সিতে ফাইনালে ৬১ বলে ১০টি চার আর ১১টি ছক্কায় করেছিলেন অপরাজিত ১৪১ রান।

সপ্তম বিপিএলের শুরুটা ভালো হলো না তামিমের। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চাইবেন দেশসেরা এই ওপেনার।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর সর্বশেষ