ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

হাইকোর্টের সামনে মিছিলের চেষ্টা, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
হাইকোর্টের সামনে মিছিলের চেষ্টা, আটক ২ আটকদের নিয়ে যাচ্ছে পুলিশ, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে হাইকোর্টের মাজার গেটের সামনে মিছিলের চেষ্টা করেছিলেন দলটির নেতাকর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় দুইজনকে আটকও করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিএনপির ১৫ থেকে ২০ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ পাটোয়ারী ও পল্টন থানা ছাত্রদলের সাবেক নেতা ইব্রা‌হিম খ‌লিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়া কেন্দ্র করে যাতে কেউ নাশকতা বা অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।